জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকায় অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তারা ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এসএন নজরুল ইসলাম বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, গত মঙ্গলবার ও বুধবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও, বনানী ও উত্তরাসহ বিভিন্ন এলাকা থেকে ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়।
তিনি বলেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব নেতাকর্মী নির্বাচনের আগে রাজধানীতে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রে জড়িত। এর আগেও এ ধরনের অভিযানে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে পান্থপথ, ফার্মগেট, হাতিরঝিল, গুলিস্তান ও সংসদ ভবন এলাকায় ঝটিকা মিছিল করে নেতাকর্মীরা। পরে পুলিশ পান্থপথের পানি ভবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে।
এসএন নজরুল ইসলাম জানান, রাজধানীর হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে আওয়ামী লীগের কর্মী অবস্থান করছে—এমন তথ্য পেলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন, অর্থ জোগানদাতা, আশ্রয়দাতা ও সরবরাহকারীদেরও শনাক্তে গোয়েন্দা নজরদারি চলছে।
সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম, যুগ্ম কমিশনার (অপারেশন্স) শহীদুল্লাহ এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান উপস্থিত ছিলেন।
এদিকে, পৃথক মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভাতিজা ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতারের পর আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
এসআর
মন্তব্য করুন: