[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

নির্বাচনের সময় মাঠে থাকবে এক লাখ সেনা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৮:১৩ পিএম

সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনীর এক লাখ সদস্য মাঠে কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বর্তমানে প্রায় ৩০ হাজার সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন। সভায় চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল নয়, জনগণের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে এবং সবার সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি জানান, পুলিশের সফলতায় ইতোমধ্যে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনের আগেই আরও অস্ত্র জব্দ করা হবে। ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে তিনি বলেন, যারা আইনের বাইরে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেন সহজে জামিন না পায়।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সত্য তথ্য প্রচার করলে গুজব ছড়ানোর সুযোগ কমে যাবে। ডিসি ও এসপিদেরও সত্য তথ্য গণমাধ্যমে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, পূজা একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সীমান্তের নিয়ন্ত্রণ বর্তমানে আরাকান আর্মির হাতে। তারা মাদকের ওপর নির্ভরশীল হওয়ায় সীমান্ত দিয়ে প্রচুর মাদক ঢোকার চেষ্টা হয়। এ জন্য ফোর্স বাড়ানো হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশ কোনো হুমকির মুখে নেই। যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফেরত পাঠানোই সরকারের লক্ষ্য। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর