[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

সাইফুজ্জামানের অর্থপাচার মামলায় সহযোগী প্রদীপের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৭:১৫ পিএম

সংগৃহীত ছবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থপাচার মামলায় সহযোগী হিসেবে অভিযুক্ত প্রদীপ কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের উপ-সহকারী পরিচালক সজীব আহমেদের আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের সমন্বয়ে নয় সদস্যের টাস্কফোর্স অনুসন্ধান করছে। এ প্রক্রিয়ায় প্রদীপ কুমার বিশ্বাসকে সাইফুজ্জামানের অর্থপাচারের অন্যতম সহযোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি যেকোনো সময় বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করতে পারেন। সুষ্ঠু তদন্ত কার্যক্রম অব্যাহত রাখতে তার বিদেশ যাত্রা বন্ধ করা জরুরি—এই যুক্তিতেই আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর