চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসা ভাড়া না দেওয়ার জন্য থানার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।
বুধবার বিকেলে কর্ণফুলী থানার উদ্যোগে মইজ্জ্যারটেক এলাকায় এ ঘোষণা প্রচার করা হয়।
এক মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা থেকে মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে— ভাড়াটিয়া নেওয়ার আগে তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে।
কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, সরকারঘোষিত নিষিদ্ধ সব সংগঠনকেই বোঝানো হয়েছে। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে মাইকিং করা হয়নি।
এসআর
মন্তব্য করুন: