আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তিনি এ সাক্ষ্য দেন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে সাক্ষ্য দেওয়ার কথা ছিল সাংবাদিক মাহমুদুর রহমান এবং জুলাই গণঅভ্যুত্থানের ‘নায়ক’ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের। তবে নির্ধারিত তারিখে তারা উপস্থিত হতে না পারায় আদালতের কাছে সময় চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন। আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম।
এর আগে গত ৯ সেপ্টেম্বর মামলার ১৪তম দিনে ৬ জন সাক্ষী সাক্ষ্য দেন। এ পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। তাদের বর্ণনায় উঠে এসেছে গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞের চিত্র। শহীদ পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সাক্ষীরা এসব হত্যাকাণ্ডের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ মামলায় রাজসাক্ষী হিসেবে ইতোমধ্যে সাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
মামলার অভিযোগপত্রটি মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দ তালিকা ও অন্যান্য প্রমাণাদি ৪ হাজার ৫৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠায় সাজানো হয়েছে। মামলায় মোট ৮১ জন সাক্ষীকে তালিকাভুক্ত করা হয়েছে। গত ১২ মে মামলার পূর্ণাঙ্গ প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।
এসআর
মন্তব্য করুন: