ফ্যাসিস্টের দোসর ও অনিয়মের অভিযোগে বিচারকাজ থেকে বিরত রাখা ১২ বিচারপতির মধ্যে এখনও চারজনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত বছরের ১৬ অক্টোবর অভিযোগের ভিত্তিতে ওই ১২ বিচারপতিকে কোনো বেঞ্চ দেওয়া হয়নি। এরপর থেকে কয়েকজন বিচারপতি পদত্যাগ, অবসর বা স্থায়ী নিয়োগ না পাওয়ার কারণে তালিকা থেকে বাদ পড়েন।
সর্বশেষ গত ৩১ আগস্ট বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন এবং ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তা গ্রহণ করেন।
এর আগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন বিচারপদ হারান। পাশাপাশি বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি আশীষ রঞ্জন দাস অবসরে যান।
এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্ত শেষে রাষ্ট্রপতি বিচারপতি খিজির হায়াতকে (১৮ মার্চ) এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে (২১ মে) অপসারণ করেন।
বর্তমানে বাকি চার বিচারপতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সঙ্গে নিয়ে তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এই তদন্ত পরিচালনা করছে।
এসআর
মন্তব্য করুন: