রাজধানীর নয়টি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা রক্ষায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নিষিদ্ধ এলাকাগুলো হলো—প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনের অংশ।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এসব এলাকায় সভা-সমাবেশ, মানববন্ধন, মিছিল, শোভাযাত্রা বা অবস্থান কর্মসূচি করা যাবে না। একই সঙ্গে দাবি-দাওয়া বা প্রতিবাদের নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর আহ্বান জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: