[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৭ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনের দুদিন পর জামিনে মুক্তির পথ ভিপি প্রার্থী জালালের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪১ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’ হলে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

নির্বাচনের দুদিন পর তিনি জামিন পেলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং বিসিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রদর্শনের শর্তে তার জামিন মঞ্জুর করেন। আদালতে প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী এ তথ্য নিশ্চিত করেন।

জালালের আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) আদালতে বলেন, “আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। হয়রানি করার উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। ১৯ সেপ্টেম্বর বিসিএস পরীক্ষা রয়েছে, তাই যে কোনো শর্তে তার জামিন প্রার্থনা করছি।”

রাষ্ট্রপক্ষে ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। জালালের আইনজীবী জানান, জামিননামা দাখিল করা হয়েছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

মামলার এজাহার অনুযায়ী, জালাল আহমদ ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হকের সঙ্গে রুম শেয়ার করতেন। অভিযোগ অনুযায়ী, ২৬ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে প্রবেশ করে উচ্চ শব্দ করতে থাকেন। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি রবিউলকে কাঠের চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। পরে টিউবলাইট দিয়ে পুনরায় আঘাত করলে তা রবিউলের বুকে লেগে গুরুতর জখম হয়।

রুমের অন্যান্য শিক্ষার্থীরা আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। এরপর জালালকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ঘটনার পরদিন হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম শাহবাগ থানায় মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে একাধিকবার জামিন আবেদন করলেও তা নামঞ্জুর হয়। সর্বশেষ বৃহস্পতিবার আদালত তার জামিন মঞ্জুর করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর