[email protected] বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
২৬ ভাদ্র ১৪৩২

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ২:২২ এএম

সংগৃহীত ছবি

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী গত ২ সেপ্টেম্বর থেকে তার সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে। এ সময় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

এর আগে একই দিন হাইকোর্ট থেকে জামিন পেলেও কাগজপত্র কারাগারে না পৌঁছানোয় তিনি এখনও হাজতেই আছেন। গত ২ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের মার্চে একটি সরকারি পুকুর নিজের নামে নামকরণকে কেন্দ্র করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে ওই বছরের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়।

দীর্ঘ পাঁচ বছর ধরে চলমান সেই মামলার প্রেক্ষিতেই এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন সাবেক ডিসি সুলতানা পারভীন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর