[email protected] মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
২৫ ভাদ্র ১৪৩২

জাতীয় নির্বাচনকে ডাকসুর সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১:৫১ পিএম

সংগৃহীত ছবি

ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে তুলনা করা যাবে না, তবে এ নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

  • মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডাকসু নির্বাচনে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কোনো পাল্টা অভিযোগের কথা আমরা শুনিনি। উপাচার্য মহোদয়ের কাছ থেকে জেনেছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভালো প্রস্তুতি নিয়েছে। আজ সকালে মিডিয়ায় দেখেছি, ভোটগ্রহণও শান্তিপূর্ণভাবে চলছে।”

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডাকসু ও জাকসু নির্বাচন মডেল হতে পারে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচনকে এর সঙ্গে মিলানো যাবে না।

তবে এটা নিঃসন্দেহে একটি মডেল হিসেবে কাজ করবে। এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা উচ্চশিক্ষিত। জাতীয় পর্যায়ে পরিস্থিতি ভিন্ন হবে, তবুও অভিজ্ঞতা হিসেবে এটি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “অনেক বছর পর এ ধরনের নির্বাচন হচ্ছে। আমরা আশা করি, আল্লাহর রহমতে ডাকসু নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে। সকালের মিডিয়া রিপোর্ট দেখে ভালোই লেগেছে।”

এ সময় তিনি জানান, সভায় জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর