কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
শুনানিতে সুলতানা পারভীনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ আরও কয়েকজন। অন্যদিকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি অংশ নেন।
এর আগে গতকাল (৮ সেপ্টেম্বর) জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ রাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি ‘বন্দুকযুদ্ধে হত্যার’ হুমকিও দেওয়া হয়েছিল। পরে তার বিরুদ্ধে মদ ও গাঁজা রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে তৎকালীন ডিসি সুলতানা পারভীন ছাড়াও আরডিসি নাজিম উদ্দিন, এনডিসি রাহাতুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
ব্যাপক সমালোচনার মুখে পরে জামিনে মুক্তি পান সাংবাদিক আরিফুল ইসলাম এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন।
এসআর
মন্তব্য করুন: