ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে একাধিক পদে বদলি করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে,
- গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
- কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
- ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
- লাইনওআর শাখার এম এ রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
- লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
মন্তব্য করুন: