[email protected] সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
২৪ ভাদ্র ১৪৩২

ডিএমপির পাঁচ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৪ এএম

সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে একাধিক পদে বদলি করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের বিষয়টি জানানো হয়।

ডিএমপি হেডকোয়ার্টার্স সূত্রে জানা গেছে,

  • গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহেদ খানকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
  • কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজাকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে।
  • লাইনওআর শাখার এম এ রউফ খানকে ওয়ারী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
  • লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর