[email protected] রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
২৩ ভাদ্র ১৪৩২

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : নির্বাচন কমিশনার আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫ ৩:৪১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে এখন পর্যন্ত শতভাগ অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো অনিশ্চয়তা নেই। কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির কোনো তথ্যও আসেনি।”

রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে তিনি জানান, বেশিরভাগ রিপোর্ট কমিশনের হাতে পৌঁছেছে।

এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে নিবন্ধন প্রক্রিয়ার শেষ ধাপে দলগুলোর নাম নিয়ে আপত্তি জানানোর সুযোগ রাখা হবে।

মাসের মধ্যেই বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবিধান ও আইন নিয়ে বিভ্রান্তির বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে।

অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর