[email protected] শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
২১ ভাদ্র ১৪৩২

নির্বাচনে কোনো অন্যায় সহ্য করা হবে না: ইসি রহমানেল মাছউদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৫ ৫:২৪ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

ভুল  হতে পারে, তবে অনিয়ম বরদাস্ত করা হবে না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সঙ্গে ‘সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এজন্য সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সাংবাদিকদের প্রস্তাবিত সংশোধনীগুলো বিবেচনায় নিয়ে গণমাধ্যম, ইসি এবং জনগণের জন্য ন্যায়সঙ্গত নির্বাচনের পরিবেশ তৈরি করা হবে।”

সভায় সভাপতিত্ব করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আস্থার সংকট এখন জাতীয় সংকটে পরিণত হয়েছে। আস্থা পুনরুদ্ধারই কমিশনের প্রধান দায়িত্ব। এজন্য নীতিমালা নিয়ে আরও আলোচনা ও বিশ্লেষণের ওপর তিনি জোর দেন।

সভায় আরএফইডি সভাপতি কাজী জেবেল প্রস্তাবিত নীতিমালা ইসির হাতে তুলে দেন। সাধারণ সম্পাদক গোলাম রব্বানী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি সাংবাদিকদের জন্য নীতিমালা প্রকাশ করেছে। এতে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষে ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে। তবে বৈধ কার্ডধারী সাংবাদিকরা সর্বোচ্চ ১০ মিনিট ভোটকক্ষে থাকতে পারবেন, যদিও এ বিধিনিষেধের বিরোধিতা করেছে আরএফইডি। সংগঠনটি সাংবাদিকদের কাজে বাধা দিলে শাস্তির বিধান যুক্ত করারও দাবি জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর