ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে ফের হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসু ভিপি পদপ্রার্থী মো. জুলিয়াস সিজার তালুকদার এই রিট আবেদন করেন।
রিটে তিনি চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশনা চান।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে অভিযোগ করেন যে, জুলিয়াস সিজার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত।
অভিযোগের বিষয়ে আপিল ট্রাইব্যুনালে শুনানি হলেও ট্রাইব্যুনাল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে কমিশনে সুপারিশ পাঠায়। ওই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন তার প্রার্থিতা ও ব্যালট নম্বর বাতিল করে।
অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার অভিযোগে গত ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান জুলিয়াস সিজার। তবে তাতে কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত নিজের প্রার্থিতা পুনর্বহাল ও নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: