[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

জোটে ভোট করলেও নিজ দলের মার্কায় নির্বাচন : ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল্লাহ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও প্রতিটি প্রার্থীকে নিজ নিজ দলের প্রতীকেই ভোটে লড়তে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, “আইন অনুযায়ী কোনো দল চাইলে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে। তবে জোটের জন্য আলাদা প্রতীক থাকবে না। প্রতিটি প্রার্থীকে তার নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে।”

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ সময় তিনি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার প্রতিশ্রুতিও দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর