[email protected] বৃহঃস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
২০ ভাদ্র ১৪৩২

রুমায় কেএনএর ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৬ এএম

সংগৃহীত ছবি

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় সশস্ত্র সংগঠন বম পার্টি (তথাকথিত কেএনএ)-এর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে অস্ত্রশস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টানা এক মাসের অভিযানে সেনাবাহিনী ঘাঁটিটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়।

এ সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়। এছাড়া প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং কৌশলগত স্থাপনাগুলোও দখলে নেয় সেনারা।

আইএসপিআর আরও জানায়, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর