[email protected] শনিবার, ৩০ আগস্ট ২০২৫
১৪ ভাদ্র ১৪৩২

কর্মকর্তাদের তথ্য পাচার না করার হুঁশিয়ারি ইসি আনোয়ারুলের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ৯:৪৬ পিএম

ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনের (ইসি) কাজের গোপনীয় তথ্য ফাঁস না করতে কর্মকর্তাদের সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, “আমরা জানি কর্মকর্তারা কোথায় যান, কার সঙ্গে বসেন, কী তথ্য পাচার করেন। এ ধরনের কাজে জড়িত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ সতর্কবার্তা দেন।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ছাড়া কর্মকর্তাদের ঘরে ফেরার সুযোগ নেই। নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব বরদাশত করবে না। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আমাদেরও চ্যালেঞ্জ করুন, ভুল ধরিয়ে দিন। কারণ কমিশনের মানমর্যাদা রক্ষা করতে সবার প্রতিশ্রুতি জরুরি।”

তিনি উল্লেখ করেন, কমিশনের ভুলত্রুটি ফাঁস হলে বিব্রত হতে হয়। তাই গোপনীয়তা রক্ষা করার আহ্বান জানান তিনি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর