প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের মূল ভিত্তি বা বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। এর বাইরে কমিশনের কোনো বিকল্প নেই।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “জনগণের আস্থা অর্জনই কমিশনের প্রধান দায়িত্ব। নির্বাচনে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের কাছে আমাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি আরও জানান, নির্বাচনকালীন যেকোনো অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: