[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

পলক-আনিসুল-সালমান-কামরুলসহ নতুন মামলায় গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫ ৩:৪৮ পিএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনের সময় সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক, কামরুল ইসলামসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

গ্রেফতার দেখানোদের মধ্যে—

  • রাসেল মিয়া হত্যা মামলা: আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
  • মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলা: কামরুল ইসলাম।
  • ইমরান হাসান হত্যা মামলা: সাবেক স্বরাষ্ট্র সচিব চৌধুরী জাহাঙ্গীর আলম।

পুলিশের পৃথক তিন কর্মকর্তা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ:

  • রাসেল হত্যা মামলা: ১৯ জুলাই যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রাসেল মিয়া। তার বোন আকলিমা আক্তার বাদী হয়ে মামলা করেন।
  • প্রান্ত হত্যা মামলা: একই দিনে রায়েরবাগ বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মেহেদী হাসান প্রান্ত। তার চাচা নাদিম শেখ হাসিনাসহ ৯৪ জনের নামে মামলা দায়ের করেন।
  • ইমরান হত্যা মামলা: ৫ আগস্ট আন্দোলনের শেষ দিনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমরান হাসান। পরে তার মা কোহিনুর আক্তার শেখ হাসিনাসহ ২৯৮ জনের নামে মামলা করেন। 

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর