[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫ ১:৪৩ পিএম

সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেবে যৌথ বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জের শুভাড্যা ইউনিয়নের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “শুভাড্যা খাল দখলকারী ভূমিদস্যুদের শুধু উচ্ছেদ করলেই হবে না, তাদের জেলখানায় পাঠাতে হবে। আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখলচক্র আবার সক্রিয় হয়ে উঠবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকারি খাল দখল বা অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।

একই অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, প্রকল্পের ব্যয় ১ হাজার ৭০০ কোটি টাকা থেকে কমিয়ে ৩১৭ কোটি টাকায় আনা হয়েছে।

তিনি বলেন, “অপ্রয়োজনীয় খাত বাদ দিয়ে কার্যকারিতা নিশ্চিত করার মাধ্যমে খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে।”

রিজওয়ানা হাসান আরও জানান, একসময় বুড়িগঙ্গার সঙ্গে সরাসরি যুক্ত এ খাল স্থানীয় কৃষি, মৎস্যচাষ ও নৌপথের মূল ভরসা ছিল। তবে দখল, ভরাট ও বর্জ্য ফেলার কারণে এটি এখন প্রায় মৃতপ্রায়। খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন, কৃষিজমির সেচ সুবিধা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সেনাসদরের ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক তানভীর আহমেদসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর