[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

আদালতে জুতা হারালেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ৭:৫০ পিএম

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনে হত্যায় উসকানিসহ অর্থদানের অভিযোগে গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পর এবার আদালতে জুতা হারালেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি।

সোমবার (২৫ আগস্ট) শুনানির পরে খালি পায়ে আদালত ছাড়েন তিনি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আফ্রিদির জন্য।

সকাল ২টা ২৫ মিনিটে আফ্রিদিকে আদালতে আনা হয়। সেখান থেকে হাজতখানায় রাখা হয়। পরে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে তোলা হলে, ভিড়ে আফ্রিদি হাঁটতে হিমশিম খায়। হাজতখানার বাইরে ভিড়, গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের উপস্থিতিতে তিনি একপর্যায়ে জুতা হারান।

শুনানির সময় এজলাসে হট্টগোল সৃষ্টি হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান তাকে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আফ্রিদির পক্ষে অ্যাডভোকেট খায়রুল ইসলাম আফ্রিদি জামিন আবেদন করেন, উল্লেখ করে আসামি কিডনির জটিলতায় ভুগছেন এবং তার স্ত্রী প্রেগন্যান্ট। আদালত জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন এলাকায় মো. আসাদুল হক বাবুকে গুলি করে হত্যা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ২৫ জনকে আসামি করা হয়েছে। তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি, তার বাবা নাসির উদ্দিন ২২ নম্বর আসামি।

গত ২৪ আগস্ট রাতেও আফ্রিদিকে সিআইডি বরিশাল থেকে গ্রেপ্তার করে। মামলার সূত্রে জানা যায়, আন্দোলনের সময় হামলার সঙ্গে তার সরাসরি জড়িত থাকার অভিযোগ আছে

এর আগে ১৩ মে গ্রেপ্তার হওয়া মমতাজ বেগমও আদালতে হাজির হওয়ার সময় জুতা হারিয়েছিলেন

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর