গত বছরের জুলাই–আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র–গোলাবারুদ উদ্ধারে নগদ পুরস্কার ঘোষণা করেছে সরকার।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির বিষয়ে সঠিক তথ্য দিলে নগদ পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।”
উপদেষ্টা জানান, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা–ফাঁড়ি ও পুলিশ স্থাপনায় হামলা চালিয়ে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বিপুলসংখ্যক অস্ত্র ও গুলি লুট হয়। সর্বশেষ হিসাবে এখনো ১,৩৬৩টি আগ্নেয়াস্ত্র এবং ২,৫৭,৭২০ রাউন্ড গুলি উদ্ধারের বাইরে রয়েছে। বিভিন্ন জায়গায় এসব অস্ত্র অপরাধকর্মে ব্যবহার হচ্ছে বলে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দল ও জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন আইনশৃঙ্খলা নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হব।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অনিয়ম দেখলে জানান। নিয়োগ বাণিজ্যে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”
এ সময় তিনি অভিযোগ করেন, “আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয়–স্বজন বেরিয়ে এসেছে। কেউ যদি চাঁদাবাজি বা অপরাধে জড়ায়, তথ্য দিন।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা যদি দুর্নীতি করি, তা লিখুন। তবে যাচাই না করে ভুল তথ্য প্রকাশ করবেন না। কারণ একটি সংবাদ প্রকাশের পরে সম্মানহানি হলে প্রতিবাদ দিয়েও তা আর পুরোপুরি উদ্ধার করা যায় না।
এসআর
মন্তব্য করুন: