[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

যেভাবে গ্রেপ্তার হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ১:৪৭ এএম

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

বরিশালের বাংলাবাজার এলাকা থেকে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার সিআইডির একটি টিম তার মামার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান জানান, তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হচ্ছে।

এর আগে গত ১৭ আগস্ট তার বাবা ও মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে আটক করা হয়।

ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ মোট ২৫ জনের নাম রয়েছে।

মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এবং তার বাবা নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর