ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ২০১৮ সালের নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন জাতীয় নির্বাচনে তা ঘোচানোর সুযোগ এসেছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচন দেশে-বিদেশে সর্বজনগ্রহণযোগ্য হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে।
শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ক্র্যাব নাইট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনারকে সম্মাননা জানায় ক্র্যাব। একইসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরকেও সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া ক্র্যাবের বর্তমান ও আগামী কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যদের কৃতী সন্তানদেরও সম্মাননা দেওয়া হয়।
ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের মনোবল সম্প্রতি আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হলেও সম্মিলিত প্রচেষ্টায় তা পুনরুদ্ধার সম্ভব হয়েছে।
তিনি জানান, ক্রাইম রিপোর্টার ও পুলিশ একই ধরনের কাজ করে এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। ডিএমপি সবসময় ক্র্যাবের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক এমএম বাদশাহ ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: