রাজধানীর ফার্মগেট এলাকায় শিক্ষার্থী শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শচীন মৌলিক।
বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
খাগড়াছড়ি পুলিশের এক কর্মকর্তা শচীন মৌলিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জুলাই অভ্যুত্থানের পর তাকে মহালছড়ি-৬ এপিবিএনে সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি ডিএমপির তেজগাঁও জোনের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে নাফিজ হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।
২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন গোলাম নাফিজ। ঘটনাস্থল থেকে এক রিকশাচালক তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। রিকশার পাদানিতে শুয়ে থাকা অবস্থার ছবি ছড়িয়ে পড়লে তা ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতীকী দৃশ্যে পরিণত হয়।
নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে ঢাকা নৌবাহিনী কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছিলেন। মৃত্যুর সময় তার মাথায় বাঁধা ছিল লাল-সবুজের পতাকা।
তদন্তে উঠে আসে এ ঘটনায় শচীন মৌলিকের সংশ্লিষ্টতার প্রমাণ। তিনি ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। আওয়ামী লীগ সরকার পতনের আগে তিনি ডিএমপির তেজগাঁও জোনে দায়িত্বে ছিলেন এবং জুলাই বিপ্লবের সময় মাঠ পর্যায়ে নেতৃত্ব দেন।
২০১৪ সালের ৭ আগস্ট সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।
এসআর
মন্তব্য করুন: