[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

শেখ হাসিনার বিচার দাবিতে ট্রাইব্যুনালে সুখরঞ্জন বালির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসে হাজির হয়ে এ অভিযোগ জমা দেন।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, সুখরঞ্জন বালি অভিযোগ করেছেন যে তাকে অপহরণ, নির্যাতন এবং অবৈধভাবে ভারতের কারাগারে আটক রাখা হয়েছিল।

সুখরঞ্জন বালির আইনজীবী জানান, ২০১২ সালে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা চলাকালে পিরোজপুর থেকে তাকে জোরপূর্বক সাক্ষ্য দেওয়ার জন্য আনা হয়। সেই সময় তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন তাকে মিথ্যা সাক্ষ্য দিতে চাপ দেন। কিন্তু তিনি জানান, তার ভাই বিশেশ্বর বালিকে (বিশাবালি) ১৯৭১ সালে পাকিস্তানি সেনারা হত্যা করে, এতে সাঈদীর কোনো সংশ্লিষ্টতা নেই।

এ কথা অস্বীকার করায় তদন্ত কর্মকর্তা এবং অন্যরা তাকে শারীরিকভাবে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি আত্মগোপনে চলে যান।

সুখরঞ্জন বালি আরও বলেন, পরে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তার সঙ্গে যোগাযোগ করে প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে জানাতে অনুরোধ করেন। সেই অনুযায়ী ২০১২ সালের ৫ নভেম্বর তিনি ঢাকায় এসে আইনজীবী মিজানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেদিন ট্রাইব্যুনালের প্রাঙ্গণ থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জোর করে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি দাবি করেন, তাকে প্রথমে তিন মাস একটি গোপন কক্ষে আটকে রাখা হয়, পরে সীমান্তে নিয়ে ভারতের বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে কলকাতার বশিরহাটে দীর্ঘ পাঁচ বছর কারাভোগ করতে হয়।

সুখরঞ্জন বালি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে অপহরণ, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। এ ঘটনায় আইনি প্রতিকার পাওয়ার অধিকার তার রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এজন্যই তিনি শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিচার দাবি করে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর