[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

বাংলাদেশে নির্বাচন আয়োজনে ইসিকে ৪০ লাখ ইউরো সহায়তা দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ৫:১০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে (ইসি) ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার ঢাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ শেষে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তিনি জানান, ভোটার শিক্ষা, কার্যকর পরিকল্পনা ও বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধিতে সরাসরি কাজ করবে ইইউ।

মাইকেল মিলার বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে আমরা অংশীদার হিসেবে কাজ করছি। আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আরও জানান, সম্ভাব্য একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ নিয়ে অন্তবর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে বলেও জানান রাষ্ট্রদূত।

তবে এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন নয়; দলটি কেবল পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ আছে কি না, তা যাচাই করবে।

মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির কয়েকজন নির্বাচনী বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর