[email protected] বুধবার, ২০ আগস্ট ২০২৫
৫ ভাদ্র ১৪৩২

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এরপর বিদায় নেবে সরকার: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৫ ২:৩৯ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরপরই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো দলের নয়। আমরা শুরু থেকেই এই লক্ষ্য সামনে রেখে কাজ করছি। মাথায় একটাই বিষয়—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা বিদায় নেব।”

রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ।

বাংলাদেশে বরাবরই এ ধরনের কথাবার্তা হয়ে আসছে, এখনো তাই হচ্ছে। এতে খুব বেশি পরিবর্তন হয়নি।”

আসিফ নজরুল আরও বলেন, “প্রধান উপদেষ্টা একজন বিশ্বপরিচিত, সর্বজনস্বীকৃত মানুষ। তিনি নিজে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।”

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে আইন প্রণয়ন করা হবে।

এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর