[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

রাষ্ট্রপতির শপথ বিষয়ে মতামত নিতে হাইকোর্টে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ১:০৪ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির পরিবর্তে জাতীয় সংসদের স্পিকার শপথ পড়ানোর বিধান নিয়ে করা রিটের শুনানিতে হাইকোর্ট ৭ জন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন।

এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী ২৬ অক্টোবর ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

নিযুক্ত অ্যামিকাস কিউরি হলেন— জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট প্রবীর নিয়োগী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. শাহদীন মালিক, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া।

রিটটি করেছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। তিনি ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করানোর বিধান পুনর্বহালের নির্দেশনা চান। ২০২৪ সালের ১০ মার্চ দায়ের করা এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করে।

রুলে জানতে চাওয়া হয়— সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকারকে শপথ পড়ানোর বিধান কেন ১৯৭২ সালের মূল সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না এবং কেন এটি বাতিল হবে না।

আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর