[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ২:২৭ এএম

এডিসি মো. সুমন রেজা

রাজধানীর কারওয়ান বাজার সোনারগাঁও ক্রসিংয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও বঙ্গভবন নিরাপত্তার দায়িত্বে থাকা মো. সুমন রেজা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে আটকানোর চেষ্টা করেন।

এ সময় ছিনতাইকারী দৌড়ে কারওয়ান বাজারের দিকে পালাতে থাকেন।

কারওয়ান বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছে এডিসি সুমন রেজা ছিনতাইকারীকে আটকের চেষ্টা করলে, ছিনতাইকারী হাতে থাকা ছুরি দিয়ে তাঁর ডান হাতের মধ্যমাংশে আঘাত করে।

এতে গুরুতর জখম হন এডিসি সুমন রেজা এবং ছিনতাইকারী পালিয়ে যায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধের মুখোমুখি হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন এডিসি সুমন রেজা। তাঁর এই দায়িত্ববোধ ও আত্মত্যাগ পুলিশ বাহিনীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর