[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ৫:২৬ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

তিনি নিষিদ্ধ গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর (বরখাস্ত) সাদেকুল হকের স্ত্রী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (৬ আগস্ট) রাতে ডিবির একটি দল তাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কে বি কনভেনশন হলে গোপন বৈঠকে অংশগ্রহণ এবং গেরিলা প্রশিক্ষণের ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে ডিবির হেফাজতে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই কে বি কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ নেতাকর্মীকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয়। শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের পথ তৈরির উদ্দেশ্যে ওই পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন শম্পা, বরগুনার যুবলীগ নেতা সোহেল রানা ও মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনকে ১২ জুলাই গ্রেপ্তার করা হয়।

পরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তদন্তে উঠে আসে মেজর সাদেকুল হক এই গোপন বৈঠকের মূল পরিকল্পনাকারী ছিলেন। তার স্ত্রী সুমাইয়াও এই চক্রান্তে সক্রিয় ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।

প্রথমে সুমাইয়াকে পুলিশের একজন এএসপি হিসেবে পরিচয় দেওয়া হলেও, পরে পুলিশ সদর দপ্তর জানায়, ওই নামে কোনো কর্মকর্তা পুলিশ বাহিনীতে নেই।

এদিকে ঘটনার তদন্তে সেনাবাহিনী নিজস্ব তদন্ত আদালত গঠন করেছে বলে জানিয়েছে আইএসপিআর।

তারা জানিয়েছে, প্রাথমিক তদন্তে মেজর সাদেকুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর