[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

তফসিলের আগে লটারিতে বদলি হবেন এসপি-ওসিরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫ ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশের গুরুত্বপূর্ণ পদে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগে জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন, নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজ নির্বাচনকালীন লজিস্টিক সাপোর্ট নিয়ে আলোচনা করেছি।

ডিসি, এসপি, ইউএনও ও ওসি—এ চারটি পদ নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রার্থীরা প্রায়ই নিজ এলাকায় পছন্দের কর্মকর্তাকে রাখতে চায়। কিন্তু এবার আমরা স্বচ্ছতা আনতে লটারির মাধ্যমে বদলি করবো।”

তিনি জানান, এসপি ও ওসিদের জন্য লটারি হবে এবং ওসিদের বদলি বিভাগভিত্তিক করা হবে। তবে জেলা প্রশাসকদের (ডিসি) বদলি বিষয়ে সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার কিছুদিন আগেই আমরা এই লটারি কার্যক্রম সম্পন্ন করবো, কারণ একবার তফসিল ঘোষণা হলে এসব বিষয়ে নিয়ন্ত্রণ চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। তখন কমিশন চাইলে পুনরায় পরিবর্তন করতে পারবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত হবে এবং জনগণের আস্থা আরও বাড়বে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর