মানুষ হত্যা, মুদ্রাপাচার, কর ও ভ্যাট ফাঁকি, দুর্নীতিসহ নানা অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর গুলশানের অফিস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত দেড়টার দিকে বহুতল ভবন ‘আকাশ টাওয়ার’ থেকে তাঁকে বাইরে নিয়ে আসে র্যাব।
এর আগে গতকাল রাত ৯টার দিকে গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)।
রাত ১টা পর্যন্ত তাঁর অফিস ভবন ঘিরে রেখে তল্লাশি চালায় র্যাব। প্রতিষ্ঠানটির এমডি দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়।
এর আগে সোনা ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যানশিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরু হয়। এরপর তাঁর অফিসে অভিযান চালায় র্যাব।
রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
র্যাব জানায়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।
এসআর
মন্তব্য করুন: