 
                                                                        রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় জানে আলম ওরফে গৌরব অপু নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, “গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় পলাতক থাকা জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ডিবি। তিনি মামলার দুই নম্বর আসামি।”
উল্লেখ্য, গত ২৬ জুলাই গুলশানের একটি বাড়িতে চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ। ওই বাড়িটি আওয়ামী লীগের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের। ঘটনার দিনই শাম্মীর স্বামী আবু জাফর গুলশান থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলায় জানানো হয়, গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক অপু সেদিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই মামলার অন্য আসামিরা হলেন—গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্য রাজ্জাজ বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং একজন অপ্রাপ্তবয়স্ক কিশোর।
গ্রেপ্তার প্রাপ্তবয়স্ক চার আসামিকে বর্তমানে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: