[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না : সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, "আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না।

সবকিছুই দিনের আলোতে, স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে।" তিনি জানান, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সিইসি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

তার ভাষায়, "এআই এখন এমন এক আধুনিক হুমকি, যা অনেক সময় প্রচলিত অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে। প্রযুক্তিনির্ভর যেকোনো ধরনের হস্তক্ষেপ রোধে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বা অস্থিরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় রাখা হবে। নির্বাচনের আগে সন্ত্রাসবিরোধী অভিযান এবং অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম চলমান থাকবে।

সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর