স্থানীয় সরকার নির্বাচনগুলোতে (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
স্থানীয় সরকার নির্বাচনগুলোতে (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ) দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।"
পরবর্তীতে আরেকটি পোস্টে তিনি স্পষ্ট করেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ—সব স্তরের স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: