রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃশ্যমান করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আরও দৃশ্যমান করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, "আজকের আলোচনা হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বৈঠকে অংশ নেওয়া প্রতিটি দল জানিয়েছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো মতভেদ বা বিরোধ নেই।
কেউ কেউ বলেছেন—রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠে আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলতে পারি, তবে তা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নয়, বরং রাজনীতির প্রকৃত সহযোগী হিসেবে।"
তিনি আরও বলেন, "এই কথাগুলো থেকে কেউ যেন ধারণা না করে যে, ঐক্যে কোনো ফাটল আছে। এমন ভুল ব্যাখ্যা কাম্য নয়।"
বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটি বিষয়ে গুরুত্বারোপ করা হয় বলে জানান আইন উপদেষ্টা। একটি হলো—আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর অবস্থান গ্রহণ, যেখানে কিছু ঘাটতির কথা দলগুলো তুলে ধরেছে। আর বিএনপির পক্ষ থেকে জোর দেওয়া হয়েছে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার ওপর।
প্রধান উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে আসিফ নজরুল বলেন, "আপনাদের মধ্যে ঐক্য আছে, তবে সেটা আরও দৃশ্যমান হলে জনমনে স্বস্তি আসবে। মানুষ রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে দেখতে চায়।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদবিরোধী অবস্থান হোক বা কোনো গঠনমূলক কর্মসূচি—আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, জনগণ তাতে আশাবাদী হবে।
এসআর
মন্তব্য করুন: