দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করে।
ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়ায় নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ কারণে পূর্বের নিবন্ধনসমূহ বাতিল করে নতুনভাবে আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী সংস্থাগুলোকে সংশোধিত নীতিমালা অনুযায়ী আবেদন করতে হবে এবং যাচাই-বাছাই শেষে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে।
সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, নতুন নীতিমালায় পর্যবেক্ষকদের দায়িত্ব পালনকাল, যোগ্যতা ও শর্তাবলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে নিবন্ধিত সংস্থাগুলো নির্বাচনের আগে ও পরে তিন দিন পর্যন্ত পর্যবেক্ষক নিয়োগ করতে পারবে।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো দেশি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের প্রথা চালু করে ইসি। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধিত হয়েছিল। পরে বিভিন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংখ্যা ভিন্ন ভিন্ন ছিল।
সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে প্রায় ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেন।
নতুন নীতিমালা অনুযায়ী শিগগিরই পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: