ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ-২০২৫-এর খসড়ায় চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
এর ফলে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত এক মাস আগে পর্যন্ত নতুন ভোটার হিসেবে নাম নিবন্ধনের সুযোগ পাবেন ১৮ বছর পূর্ণ নাগরিকরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।
তিনি জানান, “ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত ও নীতিগত অনুমোদন দিয়েছে। নতুন এ বিধানের ফলে নাগরিকদের ভোটার হওয়ার সুযোগ আরও বিস্তৃত হলো।”
ব্রিফিংয়ে আরও জানানো হয়, সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন কমিশন নির্ধারিত সময় পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও তালিকা সংশোধনের কাজ চালাতে পারবে, যা নির্বাচনী অন্তর্ভুক্তিকে আরও সহজতর করবে।
উল্লেখ্য, বর্তমান আইনে ভোটার তালিকা সংশোধনের নির্ধারিত সময়সীমা ছিল তফসিল ঘোষণার অনেক আগেই। সংশোধিত অধ্যাদেশ কার্যকর হলে নির্বাচনের এক মাস আগ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।
এসআর
মন্তব্য করুন: