জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন।
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে পাটওয়ারী বলেন,
“শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে। গোপালগঞ্জের নাম ব্যবহার করে বাংলাদেশকে ছারখার করা হয়েছে। বাস্তবে গোপালগঞ্জবাসীর জীবনমানের কোনো উন্নয়ন হয়নি, তারা বরং বৈষম্যের শিকার হয়েছে।”
তিনি আরও বলেন,
“আমরা শেখের বেটিকে ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন গোপালগঞ্জবাসীর ভয় নেই। পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“আমরা বগুড়া, ফেনী, গোপালগঞ্জকেন্দ্রিক রাজনীতি চাই না। আমরা বাংলাদেশের রাজনীতি করতে চাই। তাই এসব জেলার জনগণকে এনসিপির ছায়াতলে আসার আহ্বান জানাই।”
দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনসিপি। দলটির দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে হামলা চালায়, ভাঙচুর করে সাউন্ড সিস্টেম ও চেয়ার, এবং নেতাকর্মীদের ওপর হামলা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বিকেল ২টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। এ সময় উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ। তাদেরকে স্থানীয় নেতাকর্মীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত জানান।
সমাবেশে হামলা প্রসঙ্গে পাটওয়ারী বলেন,
“আমাদের ওপর হামলা হয়েছে, পুলিশ ছিল—কিন্তু কোনো প্রতিরোধ করেনি। এসব নাটক আমরা আগেও দেখেছি। নতুন বাংলাদেশে আমরা এই চিত্র দেখতে চাই না।
এসআর
মন্তব্য করুন: