[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

নির্বাচনের আগে ইসির ৫১ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ২:০২ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদল শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর অংশ হিসেবে একযোগে ৫১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পল্লবী থানার নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ রাজিয়া সুলতানা, ডেমরা থানার কর্মকর্তা মো. আহসান হাবীব এবং মুরাদনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন– এই তিন কর্মকর্তার বদলি আদেশ সংশোধন করে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

বদলি হওয়া সবাইকে আগামী ২২ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ২৩ জুলাই থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন সামনে রেখে পর্যায়ক্রমে মাঠপর্যায়ের আরও পরিবর্তন আসতে পারে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর