রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ৪৩ হাজার পৃষ্ঠার নথিপত্র জমা দিলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের জন্য দলটিকে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে ইসি।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। এর বাইরে থাকা দলগুলোকেও পর্যায়ক্রমে জানানো হবে। নির্ধারিত ১৫ দিনের মধ্যে দলগুলোকে ঘাটতি পূরণ করে সংশোধিত নথি জমা দিতে হবে।”
এর আগে জুন মাসের শেষ দিকে ট্রাকে করে বিপুলসংখ্যক নথিপত্র ইসিতে জমা দেয় এনসিপি। দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী সেসময় বলেন, “নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি।”
নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের শর্তাবলি হলো—
১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
২. দেশের অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হবে।
৩. কমপক্ষে ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানার প্রত্যেকটিতে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণপত্র থাকতে হবে।
৪. আবেদনপত্রের সঙ্গে দলীয় প্যাডে লিখিত দরখাস্ত, গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), বিধিমালা (যদি থাকে), দলীয় লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির সদস্যদের তালিকা, ব্যাংক হিসাব এবং সর্বশেষ স্থিতির তথ্য জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার পর নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করে নিবন্ধনের উপযুক্ততা নির্ধারণ করবে। সব শর্ত পূরণ হলে দলটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি ও প্রতীক পাবে।
বর্তমানে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি।
এসআর
মন্তব্য করুন: