[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

মানি লন্ডারিং মামলায় বিএসবি ক্যামব্রিয়ানের চেয়ারম্যান বাশার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ৫:৪৪ পিএম

সংগৃহীত ছবি

মানি লন্ডারিং মামলায় ক্যামব্রিয়ান কলেজ ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে. খায়রুল বাশারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)

সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, “মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যানকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেপ্তার করেছে। মামলার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ আনেন একাধিক শিক্ষার্থী।

এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বিদেশে উচ্চশিক্ষার সুযোগের প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি এক হাজারের বেশি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকা নিয়েছে।

তবে প্রকৃতপক্ষে সেই অর্থ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত অ্যাকাউন্টে না পাঠিয়ে প্রতারণা করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ভুয়া অফার লেটার দেখিয়ে এবং আইনানুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অর্থ সংগ্রহ করেছে, যা মানি লন্ডারিং আইনের পরিপন্থী।

এই ঘটনায় যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির দাবিও জানান তারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর