ব্রিটিশ পার্লামেন্টের এমপি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
পাশাপাশি মামলার বিষয়ে রুল জারি করা হয়েছে।
গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস. কে. তাহসিন আলী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। মামলার আসামি শাহ মো. খসরুজ্জামানের রিট আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ দেওয়া হয়।
চলতি বছরের ১৫ এপ্রিল, রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং প্রকল্পে প্লট বরাদ্দ ও নির্মাণে অনিয়মের অভিযোগে টিউলিপ সিদ্দিকসহ রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। অভিযোগে বলা হয়, প্রকল্পে অনৈতিক সুবিধা দিয়ে বিনিময়ে টিউলিপ সিদ্দিককে ফ্ল্যাট প্রদান করা হয়।
দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানান, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ঠিক এমন সময় হাইকোর্টের স্থগিতাদেশ তদন্তে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে।
তিনি বলেন,
“তদন্ত চলাকালে এমন স্থগিতাদেশ অপ্রত্যাশিত। এতে পুরো তদন্ত প্রক্রিয়াই ঝুঁকির মুখে পড়েছে।”
তিনি আরও বলেন, লিখিত আদেশ হাতে পাওয়ার পর জানা যাবে আদেশটি শুধু রিটকারী খসরুজ্জামান পর্যন্ত সীমিত, নাকি পুরো মামলার কার্যক্রমেই প্রভাব ফেলবে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের আইনজীবী জানান, তারা চাচ্ছেন তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে, যাতে আদালত বিষয়টি বিচারিকভাবে বিবেচনা করতে পারেন।
এসআর
মন্তব্য করুন: