নিবন্ধন স্থগিত থাকলেও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে থাকছে।
তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবি অনুযায়ী ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত হচ্ছে না।
রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘‘নিবন্ধন স্থগিত হলেও কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের বরাদ্দকৃত প্রতীক তফসিল থেকে বাদ দেওয়া হয় না। সে অনুযায়ী আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক এখনই বাতিল করা হচ্ছে না।’’
এ সময় তিনি জানান, প্রতীকগুলো নির্বাচন কমিশনের সংরক্ষিত সম্পদ এবং তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হয়। দল নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিল না হলে প্রতীক বাতিলের সুযোগ নেই।
এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে কমিশনার বলেন, ‘‘কোনো দল চাইলে নতুন প্রতীকের আবেদন করতে পারে। তবে যেহেতু ‘শাপলা’ এখনো কমিশনের তফসিলে নেই, তাই এটি অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। এনসিপি দল হিসেবে নিবন্ধন পেলে কমিশন বিষয়টি পর্যালোচনা করবে।’’
এর আগে এনসিপির শীর্ষ নেতারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হন।
তারা দাবি করেন, নিবন্ধন স্থগিত হওয়ায় আওয়ামী লীগের প্রতীক তফসিলে থাকা উচিত নয় এবং এ বিষয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো সংশোধিত প্রস্তাব থেকে ‘নৌকা’ প্রতীকটি বাদ দেওয়ার আইনগত ভিত্তিও তুলে ধরেন।
উল্লেখ্য, গত ১৩ মে অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। একই দিন দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।
এসআর
মন্তব্য করুন: