[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

দণ্ড মওকুফ করে যাবজ্জীবনের ২৯ জনকে মুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ ১:২৮ পিএম

সংগৃহীত ছবি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও ২৯ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার।

সাজা মওকুফের আওতায় এই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “যেসব বন্দি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এবং রেয়াতসহ ২০ বছর কারাভোগ করেছেন, তাদের মধ্যে আরও ২৯ জনকে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা এবং কারা বিধির ৫৬৯ ধারার আওতায় মুক্তি দেওয়া হয়েছে।” তবে মুক্তিপ্রাপ্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।

কারা আইনের ৫৬৯ ধারায় বলা হয়েছে, ১৯৯০ সালের ৭ ডিসেম্বরের আগে বা পরে যেসব বন্দিকে যাবজ্জীবন বা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, তারা রেয়াতসহ যথাক্রমে ১৪ ও ২০ বছর কারাভোগের পর মুক্তির জন্য বিবেচনায় আসতে পারেন।

কারা অধিদপ্তর জানায়, চলতি বছর এখন পর্যন্ত মোট ১০৭ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিকে দণ্ড মওকুফের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর