রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী মো. লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, গত ৯ জুলাই সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে শুক্রবার (১১ জুলাই) কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪ নম্বর এজাহারনামীয় আসামি আলমগীর (২৮) এবং ৫ নম্বর এজাহারনামীয় আসামি মনির ওরফে লম্বা মনিরকে (৩২) গ্রেপ্তার করা হয়।
র্যাব মহাপরিচালক জানান, “এই ঘটনার মূল তদন্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। র্যাব ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে।”
প্রাথমিক তদন্তে র্যাব কী পেয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, “এখনো তদন্ত এমন পর্যায়ে পৌঁছায়নি যে নিশ্চিতভাবে কিছু বলা যায়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “মামলার মূল তদন্তকারীরা বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারবেন। র্যাব শুধু তদন্তে সহায়তা করছে, চূড়ান্ত তথ্য ডিএমপিই নিশ্চিত করবে।
এসআর
মন্তব্য করুন: