[email protected] মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

সোহাগ হত্যাকাণ্ড: জড়িতদের আইনের আওতায় আনা হবে—স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ২:১০ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইনস ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "এই ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

বিচার প্রক্রিয়া ধীরগতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিচার দেরি হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। বরং বাহিনী সক্রিয়ভাবেই কাজ করছে এবং কোনোভাবেই নির্লিপ্ত নেই।

"আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে উঠেছি,"—বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি সহিংসতা কমাতে সমাজের সব স্তরের মানুষ—নীতি নির্ধারক, শিক্ষক, চিকিৎসক ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, "আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। কোনো সমস্যা হলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে, তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোরতা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, "যদি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হতো, তাহলে সোহাগ হত্যায় জড়িত পাঁচজনকে কীভাবে গ্রেপ্তার করা সম্ভব হতো?"

তিনি আরও বলেন, "গতকাল কাঠমান্ডু ফ্লাইটে বোমা আতঙ্ক ছড়ানো ঘটনায় ফোন দেওয়া নারী ও তাকে তথ্য সরবরাহকারী ব্যক্তিকেও আমরা আইনের আওতায় এনেছি। কখনও কখনও কিছু ক্ষেত্রে সময় লাগলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর