[email protected] শনিবার, ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২

সোহাগ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৫ ১২:০০ পিএম

ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ীদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০ অনুযায়ী এই মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। পাশবিক এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

হত্যাকাণ্ডের পটভূমি
গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের তিন নম্বর গেটের সামনে চাঁদ মিয়াকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিক্ষোভ-প্রতিবাদ
সোহাগ হত্যার প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলপাড়ায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘যুবদলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন’সহ বিভিন্ন স্লোগান দেন।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিএনপি নিজের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ব্যর্থ। আওয়ামী লীগের সময়ও এমন ঘটনার প্রতিবাদ হয়েছে, এখনো হচ্ছে।

এছাড়া, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও সোহাগ হত্যার প্রতিবাদে মিছিল করে। টিএসসি থেকে শুরু হওয়া মিছিলটি ডাস চত্বর পার হয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘সোহাগ হত্যায় জড়িতদের অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’ 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর